সাড়ে ৬০০ কোটি টাকা লোকসান মাথায় ফরিদপুর চিনিকলে আখ মাড়াই শুরু
শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে জেলার মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে ২০২২-২০২৩ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন প্রবীণ আখচাষি হাজি আব্দুল মোতালেব ফকির ও মো. নজরুল ইসলামসহ অতিথিরা।
প্রথম নিউজ, ফরিদপুর: সাড়ে ৬০০ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে ফরিদপুর চিনিকলের ৪৭তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে জেলার মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে ২০২২-২০২৩ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন প্রবীণ আখচাষি হাজি আব্দুল মোতালেব ফকির ও মো. নজরুল ইসলামসহ অতিথিরা।
চিনি কল সূত্রে জানা গেছে, চলতি মাড়াই মৌসুমে ৫০ দিনে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ১০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর চিনিকলটি বছরের পর বছর লোকসান দিয়ে আসছে। এ পর্যন্ত গত ৪৬ মাড়াই মৌসুমে লোকসানের পরিমাণ ৬৫৮ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার ১৩১ টাকা। এর মধ্যে আখের অভাবে গত বছর চিনিকলের আখ মাড়াই মৌসুম চার মাসের স্থানে চলে মাত্র একমাস। গত বছর প্রতিষ্ঠানটির লোকসান ছিল ৮০ কোটি ৫২ লাখ ৭৪ হাজার ৭৩২ টাকা।
আখ মাড়াই উদ্বোধনের আগে চিনিকলের কেন কেরিয়ার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আনোয়ার কবির।
এসময় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, প্রবীণ আখচাষী মোতালেব ফকির, মো. নজরুল ইসলাম, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews