সোহরাওয়ার্দীতে বিএনপির জনসমাবেশ শুরু

সমাবেশে বক্তব্য রাখছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এরইমধ্যে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।

সোহরাওয়ার্দীতে বিএনপির জনসমাবেশ শুরু

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু হয়েছে। আজ বিকাল তিনটায় আনুষ্ঠানিকভাবে জনসমাবেশ শুরু হয়। সমাবেশে বক্তব্য রাখছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এরইমধ্যে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসেন তারা। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একদফা দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করবেন তিনি।

সরেজমিনে দেখা যায়, মৎস্য ভবন থেকে শাহবাগ পর্যন্ত এই এলাকার রাস্তার দু’পাশে নেতাকর্মীদের উপস্থিতিতে প্রায় মিছিল আসছে। তবে থেমে থেমে যান চলাচল করছে। নেতাকর্মীরা শো ডাউন ও মিছিল করে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল করে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। হাতে হাতে রয়েছে ব্যানার, ফেস্টুন, প্লে কার্ড দেখা যাচ্ছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সোহরাওয়ার্দী উদ্যান।

সমাবেশ শুরুর আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে। তখনো মিছিলে আসতে থাকে। তবে তা এখন আর নেই। চারটি ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।


এর আগে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দুপুরে ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল এ্যাসিসট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের ২৩ শর্তের সঙ্গে নতুন আরও ৩টি শর্ত যোগ করে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। নতুন ৩ শর্ত হলো- সমাবেশে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না, মাইকগুলো আদালতের দিকে দেওয়া যাবে না, আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটে এমন কোনো বিশৃঙ্খলা করা যাবে না।