শিশুর ঝগড়ার জেরে সংঘর্ষ, আহত অর্ধশত

 শিশুর ঝগড়ার জেরে সংঘর্ষ, আহত অর্ধশত

প্রথম নিউজ, হবিগঞ্জ : হবিগঞ্জে শিশুদের ঝগড়ার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার (৩১ জুলাই) সকালে সদর উপজেলার লুকড়া ইউনিয়নের উত্তর বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা জানান, সকালে ওই গ্রামের দুই শিশুর মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে তাদের অভিভাবকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের অভিভাবক আফজল মিয়া ও আজিজুল মিয়ার লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে ১৫ জনকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় রাসেল নামের একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।