সংলাপেই সংকটের সমাধান দেখছে জাতীয় পার্টি
সংলাপে বসলে আশা করা যায় সমাধান বেরিয়ে আসবে।
প্রথম নিউজ, অনলাইন: চলমান সংকট সমাধানে সংলাপকেই কার্যকর উপায় বলে মনে করছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। দলটির নেতারা বলছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রাক-পর্যবেক্ষক দল যে সুপারিশ করেছে তা যথার্থ। সংলাপের মাধ্যমেই সমাধান সম্ভব। এ বিষয়ে পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেন, আমরা সংলাপের আহ্বান আগেই জানিয়েছি। মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল বলার আগেই আমাদের পার্টি চেয়ারম্যান (জিএম কাদের) সরকারের কাছে আহ্বান করেছেন সংলাপের জন্য। সংলাপে বসলে আশা করা যায় সমাধান বেরিয়ে আসবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারী এমপি বলেন, মার্কিন প্রাক-নির্বাচনী প্রতিনিধিদল সুপারিশ দিয়েছে, এটা ভালো। কারণ তারা বলেনি, অবজারভার পাঠাবে না। তারা সাংবিধানিক কাঠামোর মধ্য থেকেই এই সুপারিশগুলো করেছেন। এই সুপারিশগুলো নিয়ে আলাপ করা প্রয়োজন এবং সরকারের সচেষ্ট হওয়া প্রয়োজন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিছু কিছু বিষয় সরকারের বাস্তবায়ন করা উচিত। যেমন বাক-স্বাধীনতা, কালো আইনগুলো বাদ দেয়া।
আর আমি তো মনে করি সংলাপ করা দরকার। সংলাপ সফল হবে, ব্যর্থ হবে সেটা পরের কথা। সংলাপের উদ্যোগ না নেয়ার একটা দায় তো থেকে যাবে। যেহেতু ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন বলেছে তারা পর্যবেক্ষক পাঠাবে না। এখন যদি আমেরিকানরাও না পাঠায় তাহলে শুরু হবার আগেই বিতর্কিত হয়ে যাবে নির্বাচন। সেক্ষেত্রে তাদের পরামর্শগুলো মেনে চলার একটা ইচ্ছা পোষণ করতে হবে।
তিনি সংলাপকে ইতিবাচক উল্লেখ করে বলেন, আমি মনে করি সংলাপ, আলোচনা এগুলো করলে তো কোনো ক্ষতি নাই বরং ভালো। রাজনৈতিক আলোচনা করলে হয়তো অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব। অনেক সমাধান হয়তো আলোচনা হচ্ছে না বলেই সমাধান হচ্ছে না।