নির্বাচনকালীন সরকার ছাড়া কোনো সংলাপে যাবে না বিএনপি

বাংলাদেশে  একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত জাতীয় নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসতে বলেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল।

নির্বাচনকালীন সরকার ছাড়া কোনো সংলাপে যাবে না বিএনপি

প্রথম নিউজ, অনলাইন: নির্বাচনকালীন সরকার ছাড়া বিএনপি কোনো সংলাপে যাবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে  একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত জাতীয় নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসতে বলেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। ওয়াশিংটন থেকে প্রচারিত যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দলের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বালাদেশে গণতন্ত্র এগিয়ে নেয়ার জন্য গঠনমূলক সংলাপসহ ৫টি সুপারিশও পেশ করে পর্যবেক্ষক দল।

গত ৮ই অক্টোবর থেকে ১১ই অক্টোবর পর্যন্ত প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। সফর শেষে ওয়াশিংটন থেকে বিবৃতিটি প্রচার করা হয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সংলাপের সুপারিশের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি শর্ত প্রত্যাহার করলে সংলাপের বিষয়টি চিন্তা করে দেখা হবে। বিএনপি যদি তাদের ৪ শর্ত প্রত্যাহার করে, তাহলে সংলাপের বিষয়টি চিন্তা করে দেখা হবে।

সংলাপের বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মানবজমিনকে বলেন, সংলাপের বিষয়ে বিএনপি’র আগের অবস্থানই অটুট রয়েছে। নির্বাচনকালীন সরকার ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা করতে রাজি নই।