সিলেটে মসজিদ কমিটি নিয়ে মুসল্লিদের সংঘর্ষ

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের দক্ষিণ কুড়িগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সিলেটে মসজিদ কমিটি নিয়ে মুসল্লিদের সংঘর্ষ

প্রথম নিউজ, সিলেট: সিলেটে মসজিদ কমিটি নিয়ে মুসল্লিদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের দক্ষিণ কুড়িগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার দক্ষিণ কুড়িগ্রামের মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে লাল মিয়া সফিক ও আফরোজ মিয়া পক্ষের অনুসারীদের বিরোধ চলে আসছে। শুক্রবার জুমার নামাজের পর মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল। এ নিয়ে নামাজের পর লাল মিয়া ও আফরোজ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

একপর্যায়ে লাঠিসোটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত চার জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কামালবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom