সিলেটে বিএনপির সমাবেশ শুরু
সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। এই সমাবেশেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য মঞ্চে একটি চেয়ার খালি রাখা হয়েছে।

প্রথম নিউজ, সিলেট: সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। এই সমাবেশেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য মঞ্চে একটি চেয়ার খালি রাখা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এ পর্যন্ত দেশে ছয়টি বিভাগীয় গণসমাবেশ করেছে বিএনপি। সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে চলা গণসমাবেশটি সপ্তম। প্রতিটি সমাবেশেই দলীয় চেয়ারপারসনের সম্মানে একটি চেয়ার খালি রাখা হয়েছিল। সিলেটেও এর ব্যতিক্রম হয়নি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আলিয়া মাদরাসা মাঠে সমাবেশে মঞ্চের মাঝে একটি চেয়ার খালেদা জিয়ার জন্য রাখা হয়েছে। এটি সমাবেশ শেষ হওয়া অবদি খালিই থাকবে। আমাদের নেত্রীর প্রতি সম্মান জানিয়ে চেয়ারটি খালি রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। ফ্যাসিবাদী সরকারের বাধা-নিষেধের কারণে তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারছেন না। এবারের আন্দোলনের মাধ্যমে নির্যাতন-নিপীড়নকারী এ সরকারের পতন হবে ইনশাআল্লাহ।
সমাবেশ মঞ্চে বড় আকারের একটি ব্যানার টানানো হয়েছে। সেখানে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি আছে। এছাড়া সম্প্রতি আন্দোলন করতে গিয়ে নিহত হওয়া দলীয় পাঁচ নেতা-কর্মীর ছবিও আছে সেই ব্যানারে।
গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ড. মঈন খানসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews