সিলেটে পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
নিহত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন আম্বরখানা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
প্রথম নিউজ, সিলেট: সিলেট নগরীর আম্বরখানায় পিকআপ ভ্যানের ধাক্কায় বোরহান উদ্দিন (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির পাশে এ ঘটনা ঘটে।
নিহত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন আম্বরখানা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি সিলেটের গোয়াইনাটের কান্দিগ্রামে। এ ঘটনায় অটোরিকশাচালক ইউসুফ আহমদকে (১৮) আটক করা হয়েছে। আটককৃত ইউসুফ আহমদ গোয়াইঘাটের ফতেহপুর ইউনিয়নের দক্ষিণ বাণী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। পুলিশ পিকআপটি জব্দ করলেও এর চালক পালিয়ে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ গণমাধ্যমকে বলেন, রাত ৯টার দিকে আম্বরখানা থেকে নাম্বরবিহীন একটি অটোরিকশায় এএসআই বোরহান উদ্দিন পুলিশ ফাঁড়িতে আসছিলেন। এ সময় একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান ওই পুলিশ সদস্য। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ সদস্য বোরহানের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।