প্রথম নিউজ, অনলাইন: সিলেটে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহিদ ৩৬ জনের তালিকার মধ্যে ১৮ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। শনিবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা দেওয়া হয়। এ সময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সারজিস আলমের নেতৃত্বে ১৫ জনের একটি প্রতিনিধি দল এ অনুদান তুলে দেন।
এসময় মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, ছাত্র-জনতার আন্দোলনে ৩২ জন নিহতের পরিবারের মধ্যে কাগজ-পত্র ঠিক থাকায় ১৮টি পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। প্রত্যেকের পরিবারকে চেক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫ লাখ টাকা দেয়া হয়। বাকিদের পর্যায়ক্রমে সহযোগিতা দেয়া হবে। তারা সব কাগজ পত্র জমা দিতে পারেননি। এজন্য এখন না দিলেও তারা আর্থিক সহায়তা পাবেন।
এসময় সারজিস বলেন, শুধুমাত্র নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেননি, আর অর্ধলক্ষ মানুষ রক্ত দেয়নি। এই মানুষগুলো বিগত ১৬ বছরের দুর্নীতিগ্রস্থ সিস্টেমের কবলে পড়ে দেয়ালে তাদের পীঠ লেগে গিয়েছিল। এখন এই সিস্টেমগুলো সংস্কার না করে নির্বাচন দিয়ে দিলে তো হবে না।
এসময় সারজিস জানান, সারা দেশ থেকে আমাদের কাছে ১৬০০ জনের তালিকা এসেছে। এর মধ্যে যাচাইবাচাই করে প্রকৃত শহীদ পরিবারের হাতে আমরা আর্থিক সহায়তা প্রদান করছি