সারের দাম বেশি রাখায় সালথায় ডিলারকে জরিমানা
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে সালথা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।
প্রথম নিউজ, ফরিদপুর: ফরিদপুরের সালথায় সারের দাম বেশি রাখায় এক ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে সালথা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।
এ সময় বিসিআইসি ও বিএডিসির ডিলার মেসার্স তালুকদার এন্টারপ্রাইজকে এ জরিমানা করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুদর্শন শিকদার, সালথা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম মিয়াসহ পুলিশের একটি টিম আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে ডিলাররা এমওপি সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও খুচরা বিক্রেতারা দাম বেশি রাখছে এমন অভিযোগের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বলেন, সরকারের নির্ধারিত মূল্যের তুলনায় সারের দাম বেশি রাখায় সারের এক ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষকদের স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।