নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় তাঁতশ্রমিক নিহত

প্রথম নিউজ,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় তাঁতশ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার বাঘানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. শহিদুল্লাহ (৫০)। তিনি একই গ্রামের হোসেন আলীর ছেলে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে শহিদুল্লাহ তাঁতের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। নারায়ণগঞ্জ বন্দর থেকে আসা নরসিংদীগামী দুই মোটরসাইকেল আরোহী বাঘানগর এলাকায় পেছন থেকে শহিদুল্লাহকে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, আবেদেনের পরিপ্রেক্ষিতে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন মোটরসাইকেলটি আটক করেছেন। তবে পালিয়ে গেছেন মোটরসাইকেলের দুই আরোহী।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: