সরকারের পতন শুধুমাত্র সময়ের ব্যাপার:ডা. জাহিদ
পঞ্চগড় প্রতিনিধি, প্রথম নিউজ: বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা মজলুম ও নির্যাতিত। আজ নির্যাতিত মানুষ জেগে উঠেছে। ইনশাল্লাহ সরকারের পতন অনিবার্য। দেশবাসী যেভাবে জেগে উঠেছে পতন শুধুমাত্র সময়ের ব্যাপার। যারা আওয়ামী লীগকে সহযোগিতা করছেন তাদেরকে সুস্পষ্ট বলতে চাই, দেয়ালের লিখন পড়তে শিখুন। জনগণের মনের ভাষা বোঝেন। জনগণের পক্ষে থাকুন। জনগণের বিপক্ষে গেলে কেউ টিকতে পারে না। জনগণের পক্ষে থাকলে ক্ষমা করতে পারে।’
শনিবার (২৭ মে) বিকালে পঞ্চগড়ের ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ মানুষের মত প্রকাশে বিশ্বাস করে না, বিশ্বাস করে শুধু কর্তৃত্ববাদ। বিএনপির কর্মসূচি খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর কর্মসূচি নয়। বিএনপির কর্মসূচি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেয়ার ।
ডা. জাহিদ বলেন, ‘আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। এ জন্য বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। এই আন্দোলন খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য নয়, এটা জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন।’
তিনি বলেন, ‘সরকার বলে, বিএনপি বিদেশিদের কাছে দৌড়ায়। কিন্তু আমরা কী দেখলাম, ১৬৫ জনের বহর নিয়ে জাপান, আমেরিকা গিয়ে শূন্য হাতে ফিরে এলেন। প্রধানমন্ত্রী দেশে এসে বললেন, স্যাংশন দেওয়া দেশ থেকে কিছু কিনবেন না। পরে আবার বললেন, আমেরিকা থেকে নাকি লিটার ৮০ টাকায় সয়াবিন তেল কিনবেন।’