সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে : যুবদল সভাপতি
সোমবার বিকেলে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
প্রথম নিউজ, ঢাকা: জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ১০ দফা দাবি পেশ করেছেন তা বাস্তবায়নে যুবদল রাজপথে ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে। এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনা হবে। তার উপস্থিতিতে আগামী বছর ইফতার মাহফিল করবে যুবদল। সোমবার বিকেলে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। এ সময় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন তারেক রহমান।
তিনি আরও বলেন, ‘যুবদল ইতোপূর্বে বিভাগীয় পর্যায়ে ইফতার করেনি। এবার যুবদল দেশের সব বিভাগীয় শহরে ইফতার পার্টি করেছে। নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে। এর মাধ্যমে তৃণমূলের যুবদল নেতারা উদ্দীপ্ত হয়েছেন। আগামী দিনের আন্দোলনে এর সুফল পাওয়া যাবে।’
ইফতার মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুবদলের সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, মাহবুব হাসান পিংকু, কামরুজ্জামান দুলাল, যুগ্মসাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, সাইদুর রহমান, সহসাধারণ সম্পাদক শাহ নাসিরুদ্দীন রুমন, মিয়া মোহাম্মদ রাসেল, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় নেতা মেহবুব মাসুম শান্ত, দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।