দাবদাহের পর বৃষ্টিতে ভিজল সিলেটের ৩ উপজেলা
সোমবার রাত ৮টা থেকে বৃষ্টি শুরু হয়। রাত ১০টার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি।
প্রথম নিউজ, সিলেট: দেশে দুই সপ্তাহ ধরে চলা তীব্র দাবদাহের পর বৃষ্টিতে ভিজল সিলেটের তিন উপজেলা কোম্পানীগঞ্জ, জৈন্তা ও কানাইঘাট। সোমবার রাতের এ বৃষ্টির ফলে তীব্র গরমে হাঁসফাঁস করা উপজেলাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। সোমবার রাত ৮টা থেকে বৃষ্টি শুরু হয়। রাত ১০টার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এরপর তীব্রতা কমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরতে থাকে।