সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে ঢাকা প্রস্তত: আমান
মঙ্গলবার বিকালে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
প্রথম নিউজ, অনলাইন: আওয়ামী লীগ সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের জন্য মহানগরীর নেতাকর্মীরা প্রস্তত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। তিনি বলেন, বিএনপিকে ছাড়া দেশে কোন নির্বাচন নয়। নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। মঙ্গলবার বিকালে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। আগামি ৪ মার্চ থানা পর্যায়ে পদযাত্রার প্রস্তুতি নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আমান উল্লাহ আমান বলেন, আগামী ৪ মার্চ সারাদেশে বিএনপির পদযাত্রায় জনবিস্ফোরণ ঘটবে। পদযাত্রায় সাধারণ মানুষের সঙ্গে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে অংশ নেয়ার জন্য স্ব-স্ব এলাকায় বার্তা পৌঁছে দেওয়ারও আহ্বান জানান তিনি। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, বিএনপি নেতাকর্মীরা জনগণের সঙ্গে রয়েছে। জনগণকে সঙ্গে নিয়েই রাজপথে লড়াই করে বিজয়ী হবে। এ বিজয় গণতন্ত্রের বিজয় হবে । তিনি বলেন, আগামী ৪ মার্চ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের পদযাত্রায় পুরো ঢাকা প্রকম্পিত হবে। ঢাকাসহ পুরো দেশবাসীর রাজপথে নেমে আসার মাধ্যমেই হারানো গণতন্ত্রের বিজয় সূচিত হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসি আহম্মেদ মিষ্টি, আতাউর রহমান, এ জি এম শামসুল হক, মোয়াজ্জেম হোসেন মতি, আক্তার হোসেন, মহানগর সদস্য অ্যাডভোকেট আক্তারুজ্জামান, হাজী মোঃ ইউসুফ, আলাউদ্দিন সরকার টিপুসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের শীর্ষ নেতৃবৃন্দ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: