গাজীপুরে ১০টি ঝুটের গুদাম আগুনে পুড়ে ছাই
মঙ্গলবার সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরের কোনাবাড়ী দেওয়ালিয়া বাড়ি বেলতলা এলাকার ইসরাফিলের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ী দেউলিয়া বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০টি ঝুটের গুদামের মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরের কোনাবাড়ী দেওয়ালিয়া বাড়ি বেলতলা এলাকার ইসরাফিলের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের বাবুল, আনোয়ার বুলবুলসহ কমপক্ষে ১০টি গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে গুদামের বিভিন্ন প্রকার ঝুটের মালামাল।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: