সরকার নিজেরা জ্বালাও-পোড়াও করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে: রিজভী

বিএনপি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে দলের আয়-ব্যয়ের বার্ষিক হিসাব বিররণী তুলে দেন।

সরকার নিজেরা জ্বালাও-পোড়াও করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে: রিজভী

প্রথম নিউজ, ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, সরকার নিজেরা জ্বালাও-পোড়াও করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে।
দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে রবিবার (৩০ জুলাই) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে যায় বিরুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।

তারা নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে দলের আয়-ব্যয়ের বার্ষিক হিসাব বিররণী তুলে দেন। হিসাবে জানানো হয়েছে, গত বছরে বিএনপির আয় ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। বিপরীতে ব্যয় ৩কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। কোষাগারে জমা আছে ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা। 

পরে সাংবাদিকদের রিজভী বলেন, বিশ্বের মানুষ এখন বাংলাদেশের অবস্থা জানে। এজন্যই মার্কিন কংগ্রেস সদস্যরা জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন চেয়েছেন। গতকাল রাজধানীতে সংঘর্ষের ঘটনা নিয়েও কথা বলেন তিনি। রিজভী বলেন, সরকার নিজেরা জ্বালাও-পোড়াও করেছে। এখন বিএনপির ওপর দায় চাপাচ্ছে।