সীমানা নির্ধারণ নিয়ে এলাকাবাসীর সঙ্গে পাউবোর সংঘর্ষ

আজ শনিবার দুপুরে উপজেলার ছোটপুল বুড়ি তিস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা নদী খননে ব্যবহৃত স্কেভেটর ও ঠিকাদারের ঘর পুড়িয়ে দিয়েছে বলে জানা গেছে।

সীমানা নির্ধারণ নিয়ে এলাকাবাসীর সঙ্গে পাউবোর সংঘর্ষ

প্রথম নিউজ, নীলফামারী: নীলফামারী ডিমলায় পানি উন্নয়ন বোর্ডের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পাউবোর লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ শনিবার দুপুরে উপজেলার ছোটপুল বুড়ি তিস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা নদী খননে ব্যবহৃত স্কেভেটর ও ঠিকাদারের ঘর পুড়িয়ে দিয়েছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ২.৪৫ মিনিট) হতাহতের কোন খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের সীমানা নির্ধারণ নিয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। পরে বিস্তারিত জানানো হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom