সাভারে পোশাক কারখানার সামনে পড়ে ছিল যুবকের রক্তাক্ত লাশ
রমজান মিয়া (১৯) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
প্রথম নিউজ,সাভার: সাভারের আশুলিয়ায় রমজান মিয়া (১৯) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
আজ শুক্রবার সকালে জামগড়া এলাকার পলমল পোশাক কারখানার সামনে থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রমজান মিয়া নরসিংদী জেলার রায়পুর থানার মির্জানগর গ্রামের চান মিয়ার ছেলে। জামগড়া এলাকার রশিদের বাড়িতে ভাড়া থেকে তিনি মার্কেট দি ভাই ভাই ফার্নিচারে কাজ করতেন।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা ওই কারখানার সামনে রক্তাক্ত অবস্থায় রমজানকে দেখতে পায়। এ সময় ৯৯৯ এ কল করলে আমরা সেখানে ছুটে যাই। পরে রক্তাক্ত রমজানকে উদ্ধার করে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।