সাভারে ত্রিমুখী সংঘর্ষ, গুলিতে শিক্ষার্থী নিহত

সাভারে ত্রিমুখী সংঘর্ষ, গুলিতে শিক্ষার্থী নিহত

প্রথম নিউজ, সাভার: সাভারে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ চলাকালে ‘গুলিতে’ এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম ইয়ামিন। তিনি সাভারের এমআইএসটির শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার দুপুরে সাভার বাসস্ট্যান্ডের মুনসুর মার্টের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ।

এদিকে সকাল থেকেই শিক্ষার্থীরা ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদুনে গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এ অবস্থায় সাভারের বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার নতুন ডিইপিজেডের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালায়।

এতে ওই বাসের কয়েকজন যাত্রী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা চলে যায়। এর আগে সকাল ১০টা থেকে বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নতুন ডিইপিজেডের সামনে অবস্থান নেয় এবং মহাসড়ক বন্ধ করে দেয়।

পরে তারা ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালায়। এ সময় কয়েকজন আহত হয় বলে জানান আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদ। দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকা অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সরিয়ে দিতে চাইলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর শিক্ষার্থীরা সড়ক থেকে চলে যায়।

ঢাকা-আরিচা মহাসড়কের থানা বাসস্ট্যান্ড, সাভার বাজার বাসস্ট্যান্ড, রেডিও কলোনি বাসস্ট্যান্ড, বাজার রোড, স্মরণিকা এলাকাসহ বিভিন্ন মহল্লায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ পুলিশের ত্রিমুখী সংঘর্ষ চলছে। মহাসড়কের পাকিজা মোড় এলাকা থেকে বেলা ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের ঠেকাতে কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পাকিজা এলাকা থেকে সাভার বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত পুরো সড়কে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালে দীর্ঘ সময় ধরে ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। পাকিজা এলাকায় দায়িত্বরত সাভার মডেল থানার এসআই মনিরুজ্জামান বলেন, বিক্ষুব্ধ ছাত্রদের সড়ক থেকে সড়িয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। বিক্ষোভরত ছাত্ররা একটি পুলিশের ভ্যান, একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে।