সাভারে ছুরিকাঘাতে আহত ফটোগ্রাফারের মৃত্যু
সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১ জুন) সকালে তার মৃত্যু হয়।
প্রথম নিউজ,সাভার: সাভারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত ফটোগ্রাফার কৃষ্ণ সরকার (৪০) মারা গেছেন। সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১ জুন) সকালে তার মৃত্যু হয়। কৃষ্ণ সরকার সাভারের সুতার নোয়াদ্দা গ্রামের ননী গোপাল সরকারের ছেলে। তিনি ঢাকার একটি স্টুডিওতে ফটোগ্রাফার হিসেবে কাজ করতেন। এ ঘটনায় মঙ্গলবার (৩১ মে) রাতে তার ভাই গোবিন্দ সরকার সাভার মডেল থানায় চার জনের নামে মামলা করেছেন।
অভিযুক্তরা হলেন—কুষ্টিয়া সদর থানার মন্ডল পাড়া এলাকার বারেকের ছেলে নয়ন মিয়া (২৬), সাভারের আড়াপাড়া এলাকার বেল্লালের হোসেনের ছেলে সেপাল বাশার (২৫), একই এলাকার আবদুল আলিমের ছেলে আকাশ (২৪) ও নামাবাজার এলাকার জামাল হোসেনের ছেলে সোহেল ওরফে বুলেট (২৬)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে নয়ন, বাশার ও আকাশের সঙ্গে কৃষ্ণ সরকারের বিরোধ চলে আসছিল। গত সোমবার রাতে বাড়ি ফিরছিলেন কৃষ্ণ। এ সময় জমিদার বাড়ির পুকুর পাড় এলাকায় এলে তার ওপর হামলা চালায় অভিযুক্তরা। তাকে ছুরি ও চাপাতি দিয়ে আঘাত করতে থাকে। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বুধবার সকালে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম শাহারিয়ার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews