প্রথম নিউজ, রাজশাহী: রাজশাহীর বাঘায় বাবার বাড়িতে বেড়াতে না যাওয়ায় স্বামীর ওপর অভিমান করে প্রিয়া খাতুন (২০) নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার নিজ শয়নঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত প্রিয়া খাতুন বাউসা ইউনিয়নের দিঘা দাবিয়াতলা গ্রামের ইসলাম আলীর স্ত্রী। জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা দাবিয়াতলা গ্রামের ইউসুফ আলীর ছেলে ইসলাম আলী ইটভাটায় কাজ করতে পাবনা সদর এলাকায় যান। সেখানে পরিচয় হয় প্রিয়া খাতুনের সঙ্গে। একপর্যায়ে প্রেম করে পরিবারের অমতে তারা বিয়ে করেন। তার পরও পরিবারের পক্ষ থেকে তাদের বিয়ে মেনে নেওয়া হয়। তাদের সংসার ভালোই চলছিল। প্রিয়া খাতুন বাবার বাড়ি পাবনাতে বেড়াতে যেতে চায়। কয়েক দিন পর যেতে চাইলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়। এ দ্বন্দ্বের জের ধরে পরিবারের অজান্তে নিজ শয়নঘরের তীরের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন বাঘা থানার পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।
ইসলাম আলীর মা নোজেরা বেগম বলেন, সকালের খাবার খেয়ে ছেলে মাঠের কাজে যায়। আমিও বাড়ির বাইরে ছিলাম। কিছুক্ষণ পরে এসে দেখি ঘরের দরজা বন্ধ। তার পর ডাকাডাকি করা হলেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি ওড়না দিয়ে তীরের সঙ্গে ঝুলছে। তিনি বলেন, আমরা গরিব মানুষ। হাতে টাকা না থাকায় বৌকে নিয়ে ছেলে শ্বশুরবাড়িতে যেতে পারছে না। কয়েক দিন কাজ করে যেতে চাইছে। এ নিয়ে তাদের মধ্যে একটু কথাকাটাকাটি হয়েছিল।
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, মৃত্যুটি রহস্যজনক মনে হয়েছে। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মূল কারণ জানা যাবে।