স্বাধীন-স্বচ্ছ-নিরপেক্ষ বিচারব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: সংবর্ধনায় বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী

আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতিকে আজ রোববার দেওয়া এক সংবর্ধনায় বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এসব কথা বলেন।

স্বাধীন-স্বচ্ছ-নিরপেক্ষ বিচারব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: সংবর্ধনায় বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী
বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী

প্রথম নিউজ, ঢাকা: পরিবার থেকে রাষ্ট্রের তিনটি অংশে সাহসী, বিচক্ষণ, দূরদৃষ্টিসম্পন্ন, নির্লোভ, ত্যাগী, আদর্শিক, সৎ নেতৃত্ব আজ ভীষণ প্রয়োজন বলে মনে করেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী।

বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী বলেন, একটি জনকল্যাণকর, সুখী, সমৃদ্ধ গণতান্ত্রিক উন্নত সমাজ ও রাষ্ট্রব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপকে স্থায়ী করতে স্বাধীন-স্বচ্ছ-নিরপেক্ষ বিচারব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতিকে আজ রোববার দেওয়া এক সংবর্ধনায় বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এসব কথা বলেন। প্রধান বিচারপতির ১ নম্বর বিচারকক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতিকে পর্যায়ক্রমে সংবর্ধনা দেওয়া হয়। তিন বিচারপতি হলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন। আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে নিজের আগামীর পথচলা আনন্দময় হবে বলে আশা করেন নবনিযুক্ত বিচারপতি মো. আশফাকুল ইসলাম। সংবর্ধনায় তিনি বলেন, ‘আপনাদের সবার প্রত্যাশা পূরণে শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাব, ইনশা আল্লাহ।’

বিচারপতি মো. আশফাকুল ইসলাম বলেন, ‘হাইকোর্ট বিভাগে দীর্ঘ ১৯ বছর বিচারকার্য পরিচালনাকালে আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তিগত স্টাফসহ সবার যে সহযোগিতা পেয়েছি, আশা করি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। ঐক্যবদ্ধ কাজ যেকোনো ধরনের সংকট দূরীভূত করে সমাজকে পরিচ্ছন্ন করে, দেশকে এগিয়ে নিয়ে যায় বলে বিশ্বাস করেন নবনিযুক্ত বিচারপতি জাহাঙ্গীর হোসেন। সংবর্ধনায় তিনি বলেন, ‘এ জন্য প্রয়োজন মানবিক ভ্রাতৃত্ববোধ। সেই সঙ্গে হতে হবে নির্লোভ ও ত্যাগী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই আদর্শের পথেই আমাদের উজ্জীবিত করে গেছেন। আমরা প্রত্যেকেই তাঁর আদর্শ ধারণ এবং লালন করে স্ব স্ব অবস্থানে থেকে একটি অসাম্প্রদায়িক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারি।’

কর্মজীবনের আগামী সময়টুকু দেশ ও জাতির সেবায় বিলিয়ে দিতে চান বলে উল্লেখ করেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন। এর আগে সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত তিন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন গত বৃহস্পতিবার জারি করে আইন মন্ত্রণালয়। শপথ গ্রহণের দিন থেকে নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন তিন বিচারপতিকে পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। নতুন তিন বিচারপতির নিয়োগ কার্যকরের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে ৯। শপথ গ্রহণের পর আজ আপিল বিভাগের বিচারপতি হিসেবে তিন বিচারপতির প্রথম কার্যদিবস। প্রথা অনুসারে তাঁদের সংবর্ধনা জানানো হয়। নতুন তিন বিচারপতির কর্মময় জীবন তুলে ধরে পর্যায়ক্রমে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি, নতুন তিন বিচারপতিসহ আপিল বিভাগের আটজন বিচারপতি উপস্থিত ছিলেন। ছুটিতে থাকায় অনুষ্ঠানে ছিলেন না আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী। আইনজীবীদের উপস্থিতিতে অনুষ্ঠান চলাকালে আদালতকক্ষ ছিল পরিপূর্ণ। সকাল ৯টায় শুরু হয়ে সকাল সোয়া ১০টা পর্যন্ত অনুষ্ঠান চলে

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom