মেহেরপুর জামায়াতের সাবেক আমির কারাগারে
বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।

প্রথম নিউজ,মেহেরপুর: ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর সাবেক আমির ছমির উদ্দীনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার সকালে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক ওয়ালিউল ইসলামের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে জামায়াতের ডাকা হরতালে শহরের কোর্ট রোডে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ৭৬ জনের নাম উল্লেখ করে মেহেরপুর সদর থানায় একটি মামলা করে পুলিশ। এতে অজ্ঞাতনামা আরও ৩৫০ জনকে আসামি করা হয়।
এ মালায় ছমির উদ্দীনকে ৮নং আসামি করা হয়। এরপর থকেই তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। দীর্ঘ সময় পর তিনি মেহেরপুরে এসে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: