সাংবাদিক মাসউদের বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহারে দাবি
চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক মাসউদুর রহমানের বিরুদ্ধে
প্রথম নিউজ, ঢাকা: চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক মাসউদুর রহমানের বিরুদ্ধে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের নাতির দায়ের করা ১০০ কোটি টাকার মানহানির মামলা প্রত্যাহারে সাতদিনের আল্টিমেটাম দিয়েছে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। রোববার সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে মানববন্ধন করে এই দাবি জানান সংগঠনের নেতারা।
মানববন্ধনে সংগঠনের সভাপতি মাশহুদুল হকের সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন। মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালীন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, সহ-সভাপতি ওসমান গণি বাবুল, সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, জার্মান সংবাদ সংস্থা ডিপিএ’র বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম মিঠু, এলআরএফের সাবেক সভাপতি এম বদি-উজ-জামান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, ডিআরইউ’র সাবেক যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন খান, তোফাজ্জেল হোসেন, এলআরএফ’র সাবেক সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার, সহ-সভাপতি আজিজুল ইসলাম পান্নু, সাবেক সাধারণ সম্পাদক এ কে এম রফিকুল হাসান (হাসান জাবেদ), সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, বর্তমান যুগ্ম সম্পাদক মো. সাইদুল ইসলাম, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক মো. বাহাউদ্দিন আল ইমরান, সদস্য শংকর মৈত্র, তানভীর আহমেদ, মেহেদী হাসান ডালিম, ডিআরইউ’র সাবেক কার্য নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, সাংবাদিক মাহমুদুল হাসান।
মানববন্ধনে বক্তারা সাতদিনের মধ্যে এই মামলা প্রত্যাহারে প্রতিমন্ত্রীকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: