সাংবাদিক তৈরির ‘প্রতারণাকারী’ আজগর আটক
আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য জানান।

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর সিদ্দেশ্বরী এলাকায় অভিযান চালিয়ে সাংবাদিক বানানোর নামে প্রতারণাকারী, চাঁদাবাজ, ভুয়া টিভি চ্যানেল ও পত্রিকার মালিক ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আলী আজগর মানিক’কে গ্রেফতার করেছে র্যাব-৪। গত (৬ ফেব্রুয়ারি) সিদ্দেশ্বরী এলাকায় অভিযান করে তাকে গ্রেফতার করা হয়। তার নাম মো. আলী আজগর মানিক (৪৮)।
আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য জানান। অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, গত ৬ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর সিদ্দেশ্বরী এলাকায় অভিযান করে ৩ টি ভুয়া টিভি চ্যানেল ও ১ টি ভূয়া পত্রিকার মালিক ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মো. আলী আজগর মানিককে গ্রেফতার করে।
তথ্য মতে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী এ ধরনের অপরাধের কথা স্বীকার করেছেন। তিনি স্বাক্ষরজ্ঞানহীন অথচ তিনি একটি দুটি নয় বরং ৩ টি টেলিভিশন চ্যানেলের চেয়ারম্যান। যেগুলোর নাম সিটিজি ক্রাইম টিভি, সিটিজি টিভি ও বার্তা টিভিসহ আই বার্তা নামে একটি দৈনিক পত্রিকারও সম্পাদক তিনি। ৩ থেকে ৫ হাজার টাকা করে সাংবাদিক কার্ড বিক্রি করা করতেন। র্যাব জানায়, চট্টগ্রামে উত্থান হওয়া এই প্রতারক নারী নির্যাতন, যৌন হয়রানি, প্রতারণা, চাঁদাবাজীসহ অন্তত ১০ টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। আলী আজগর মানিক একের পর এক অপরাধ ঘটিয়ে চট্টগ্রামে টিকতে না পেরে গত ২ বছর ধরে পালিয়ে ঢাকার অবস্থান করছেন।
মোজাম্মেল হক বলেন, পলাতক অবস্থায়ই সম্পূর্ণ ভুয়া ও অনুমোদনহীন ৩ টি টেলিভিশন চ্যানেল এবং অনুমোদনহীন নামসর্বস্ব একটি ভুয়া দৈনিক পত্রিকাসহ ৪ টি মিডিয়ায় সাংবাদিক বানানোর নামে সারাদেশের অসংখ্য মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমানের মোটা অংকের অর্থ। মূলত এটিই তার প্রধান আয়ের উৎস ছিলো। তিনি আরও বলেন, এ পর্যন্ত আলী আজগর মানিক বিভিন্ন লোকজনদের নিকট হতে প্রতারণা মূলকভাবে অনুমানিক ৪/৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মসাত করেছে বলে জানা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: