স্বতন্ত্ররা সরকার গঠন করলে সানন্দে বিরোধী বেঞ্চে বসব: শাহবাজ
প্রথম নিউজ, ডেস্ক : স্বতন্ত্র প্রার্থীরা যদি সরকার গঠন করে তবে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সানন্দে বিরোধী বেঞ্চে বসবে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) একটি সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন পিএমএল-এন এর প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এই খবর জানিয়েছে।
লাহোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শাহবাজ বলছিলেন, নির্বাচনের পর এখন পরের পর্ব শুরু হয়েছে। এসময় স্বতন্ত্র প্রার্থীদের সম্পর্কে তিনি বলেন, ‘তারা যদি নিজেদের পিটিআই সমর্থিত বা পিটিআই সমর্থিত নয় বলে…তারা যদি সরকার গঠন করতে পারে তাহলে তাদের তা করা উচিত। তবে প্রেসিডেন্ট তাদের আমন্ত্রণ জানাবেন না।
এ সময় তিনি আরও বলেন, ‘অ্যাসেম্বলিতে তারা সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারলে আমরা আনন্দের সঙ্গে বিরোধী বেঞ্চে বসব এবং সাংবিধানিক ভূমিকা পালন করব। আর তারা যদি সরকার গঠন করতে না পারে, তাহলে অবশ্যই অন্য রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে প্রার্থী দেবে। এটিই সাংবিধানিক উপায়…আমাদের এভাবেই এগিয়ে যেতে হবে এবং পরবর্তী পদক্ষেপ নিতে হবে।’