সবুজবাগে হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে হিরোইনসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে হিরোইনসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (উত্তরা বিভাগ)।
শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সবুজবাগ থানার ওহাব কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা-উওরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
গ্রেপ্তাররা হলেন- মো. মনির হোসেন, মো. মাসুদ, মো. কামাল ও জিয়াসমিন।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, একটি সংঘবদ্ধ মাদক চক্র সবুজবাগ থানার ওহাব কলোনী এলাকার সরদার বাড়ি কবরস্থানের সামনে হেরোইন ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তাররা সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে সবুজবাগ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews