স্বজনপ্রীতি বাদ দিয়ে ত্যাগীদের নিয়ে দল সুসংগঠিত করতে হবে
প্রথম নিউজ, নওগাঁ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, স্বজনপ্রীতি বাদ দিয়ে ত্যাগী ও নিষ্ঠাবান কর্মী দিয়ে দলকে সুসংগঠিত করতে হবে। দলে খালাতো ভাই, মামাতো ভাইয়ের মায়া ত্যাগ করতে হবে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) নওগাঁ জেলা যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দল সুসংগঠন, নির্বাচন ও আন্দোলনের সময় হলো নেতাকর্মীদের পরীক্ষার সময়। এ সময় যে নেতাকর্মী যত বেশি কাজ করতে পারবেন তিনি দলে ততো পরীক্ষিত হিসেবে গণ্য হবেন।
এসময় নওগাঁ-৩ আসনের সংসদ ছলিম উদ্দিন তরফদার, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু, সাধারণ সম্পাদক বিমান কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।