সাবেক এমপি সাদেক খান গ্রেপ্তার
বার্নিকাটের গাড়ি বহরে হামলা: শনিবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রথম নিউজ, অনলাইন: ঢাকা-১৩ আসনের সাবেক এমপি সাদেক খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শনিবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান জানান, গত ২২শে আগস্ট রাজধানীর মোহম্মদপুর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় (মামলা নং-১৪) তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ঢাকা-১৩ আসনের সাবেক এই এমপি বাংলাদেশে দায়িত্ব পালনকালে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের ওপর হামলা মামলার অন্যতম আসামি। ২০১৮ সালের ৪ঠা আগস্ট রাতে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় হামলা হয়। ওই হামলার ঘটনায় দায়ের হওয়ভ মামলায়ও অভিযুক্ত করা হয় সাদেক খানকে।