সব বিশ্ববিদ্যালয়কে এক ভর্তি পরীক্ষায় আনতে সভা ডেকেছে ইউজিসি
দীর্ঘদিন ধরেই দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে একই ভর্তি পরীক্ষায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
প্রথম নিউজ, অনলাইন : দীর্ঘদিন ধরেই দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে একই ভর্তি পরীক্ষায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কিন্তু এতে সাড়া মেলছে না দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর। তবে গুচ্ছ পদ্ধতিতে কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে একই ভর্তি পরীক্ষায় এসেছে। এবার সব বিশ্ববিদ্যালয়কে একই ভর্তি পরীক্ষায় আনতে সভা ডেকেছে ইউজিসি। আগামী সোমবার এ সভা অনুষ্ঠিত হবে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলররা (ভিসি) ও ভিসি পরিষদের সভাপতি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ইতোমধ্যে এসব বিশ্ববিদ্যালয়ের ভিসিদের এ বিষয়ে চিঠিও দিয়েছে ইউজিসি। চিঠিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে গত সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের পরিচালন নীতি ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। সভায় আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষা নেয়ার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে এনটিএ (ন্যাশনাল টেস্টিং এজেন্সি) গঠন করা হবে।
ইউজিসিকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে বলে জানানো হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ইউজিসি চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে নীতি-নির্ধারণী সভা সোমবার অনুষ্ঠিত হবে। এতে শিক্ষা উপমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: