সিনেমায় প্রথম গান গেয়ে উচ্ছ্বসিত মেজবা বাপ্পী
২০১২ সালে চ্যানেল আই ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পরিচিতি পান তরুণ গায়ক মেজবা বাপ্পী
প্রথম নিউজ, ডেস্ক : ২০১২ সালে চ্যানেল আই ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পরিচিতি পান তরুণ গায়ক মেজবা বাপ্পী। এরপর ২০১৮ সালে কলকাতার জি বাংলার ‘সারেগামাপা’তে অংশ নিয়েও সংগীতপ্রেমীদের নজর কাড়েন তিনি।
নতুন নতুন গানে কণ্ঠ দেওয়া আর স্টেজ শো মিলিয়ে সময়টা ভালোই যাচ্ছে এই তরুণের। কদিন আগেই বাপ্পীর শুভাকাঙক্ষী ও ভক্তরা পেয়েছেন নতুন সুখবর। প্রথমবারের মতো সিনেমায় গান করেছেন এই গায়ক।
সম্প্রতি মুক্তি পাওয়া এই সিনেমার নাম ‘তালাশ’। এতে বাপ্পীর গাওয়া গানটির শিরোনাম ‘সেফটিফিন’। লিখেছেন কথা সাহিত্যিক সাদাত হোসাইন। সুর ও সংগীতায়োজনে আহম্মেদ হুমায়ুন।
সৈকত নাসির পরিচালিত সিনেমার এই গানটির সঙ্গে পর্দায় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বুবলী ও নবাগত নায়ক আদর আজাদ।
গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত মেজবা বাপ্পী। বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন ছিল সিনেমায় গাওয়ার। এই গানটির মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হয়েছে। এই গানের গীতিকার ও সুরকারের বিশাল ভক্ত আমি। তাদের দুজনকে এক গানে এভাবে একসাথে পাওয়াটা আমার জন্য ভীষণ আনন্দের।’
তিনি আরও যোগ করেন, ‘ভালো লাগছে প্রকাশের পর থেকে গানটির জন্য সবার কাছ থেকে ইতিবাচক সব মন্তব্য পেয়ে। সুযোগ পেলে সিনেমায় নিয়মিত গাইতে চাই।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews