সিনেমা জগত ছাড়ার কারণ জানালেন শাকিল খান

সিনেমা জগত ছাড়ার কারণ জানালেন শাকিল খান

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: একসময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। ১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিষেকের পর কাজ করেছেন বহু ব্যবসা সফল সিনেমায়। চিত্রনায়িকা শাবনূর, পপি, পূর্ণিমাদের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হাজির হয়েছেন পর্দায়। কিন্তু এরপরই হঠাৎ করে শোবিজ অঙ্গন থেকে হারিয়ে যান তিনি।  মাঝখানে কেটে গেছে বহু বছর। কিন্তু পর্দায় আর ফেরেননি এই অভিনেতা। কিন্তু কেন? সম্প্রতি এই নায়ক জানিয়েছেন সেই কারণ। 

শাকিল খান জানালেন, অশ্লীলতা প্রবেশ করায় চলচ্চিত্র ছেড়েছি। এই নায়কের কথায়, ‘কোনো অভিমান থেকে না। আমি যে পরিবেশে কাজ শুরু করেছিলাম, পরে সেই পরিবেশ একসময় ছিল না। একটা সময় আমাদের সিনেমার মান নিচে নামতে শুরু করল। সেই সঙ্গে অসুস্থ ধারার ছবি তৈরি শুরু হতে লাগল। তখন নিজেকে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না’

তিনি বলেন, ‘চাইনি সাংস্কৃতিক মানুষ হয়ে অসুস্থ ধারার ছবিতে নিজেকে জড়াতে। চাইনি রাস্তায় বের হলে মানুষ আমাকে দেখে ধিক্কার দিক। সেই সময়ে অনেক নিম্নমানের অশ্লীল ছবি ব্যাপক হারে হওয়া শুরু হয়। অসুস্থ ধারার ছবিতে জড়াতে চাইনি বলেই সরে এসেছি।’

অভিনয় ছেড়ে বর্তমানে ব্যবসা নিয়ে ব্যস্ত শাকিল খান। এর পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তিনি। চট্টগ্রামে পাবলিক হাসপাতাল নামে একটি ক্লিনিক স্থাপন করেছেন এই নায়ক। যেখানে দুস্থদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র নিয়েও কাজ করছেন বলে জানান শাকিল খান।