সন্তানের বিরুদ্ধে পিতার মানববন্ধন
মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

প্রথম নিউজ, ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে চলাচলের পথে বাধা সৃষ্টি করে পথ বন্ধ ও মিথ্যা মামলা করার প্রতিবাদে অবাধ্য সন্তানের বিরুদ্ধে মনববন্ধন করেছে পিতা ও এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে ভুক্তভোগী বৃদ্ধ পিতা মো. মোসলেম খান (৫২) জানান, আমার বড় সন্তান মো. মোস্তফা কামাল মুক্তাদির আমার মেজ ছেলের উপর জমি সংক্রান্ত জোরপূর্বক ঝামেলা করে আসছে। আমি আমার মেজ ছেলে মো. আনোয়ার হোসেন মুসা’কে চলাচলের জন্য ৬ শতক সম্পত্তি হেবা হিসেবে দান করি। দুঃখের বিষয় আমার এই বড় ছেলে দুইবার আমাকে মারধর এবং আমি জীবিত থাকা সত্ত্বেও ৬ শতক জমি চলাচলের পথ বারবার বন্ধ করে দেয়। এ ব্যাপারে এলাকার গণ্যমান্য ব্যক্তিদ্বারা তাকে কখনো সালিশ মীমাংসায় বসাতে পারি নাই।
শুধু তাই নয়, চলাচলের পথে বাধা সৃষ্টি করার বিষয়ে স্থানীয়রা জানতে গেলে সে আমার মেজ ছেলে, তার বউ, ছোট ছেলে ও স্থানীয় আরও অনেকের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। মানববন্ধনে ভুক্তভোগী পিতা মো. মোসলেম খান ছাড়াও আরও বক্তব্য রাখেন তার স্ত্রী খালেদা বেগম, স্থানীয় বাসিন্দা মো. ফজল মোল্যা ও মো. আলম। এব্যাপারে মোস্তফা কামাল মুক্তাদির জানান, রাস্তার জায়গাটি আমি আমার এক কাকার কাছ থেকে ক্রয় করি। কিন্তু আমার মেজ ভাই আমার জায়গায় মাটি ও গাছপালা কাটতে আসে। আমি এব্যাপারে বাধা দিলে সে আমাকে মেরে হাত ভেঙে ফেলে। আমি আমার কেনা সম্পত্তিতে চলাচলের রাস্তা দেবো কেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews