সন্তানদের নিয়োগসহ ১৭ দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

বুধবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে আশুলিয়ার গৌরীপুর এলাকায় অবস্থিত কারখানার গেটে ২য় দিনের মত কর্মবিরতি পালন করেন তারা।

সন্তানদের নিয়োগসহ ১৭ দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
প্রথম নিউজ, সাভার: সাভারের আশুলিয়ায় সেপ্টেম্বর মাসের বেতন ও সন্তানদের নিয়োগসহ ১৭ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। বুধবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে আশুলিয়ার গৌরীপুর এলাকায় অবস্থিত কারখানার গেটে ২য় দিনের মত কর্মবিরতি পালন করেন তারা।  এর আগে, মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে একই দাবিতে ফ্যাক্টরির গেটে তালা দেওয়ার ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে মুরাদ এ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বেতনসহ বিভিন্ন দাবি নিয়ে ফ্যাক্টরির গেটে তালা লাগিয়ে দেয়। একই দাবিতে আজও কর্মবিরতি পালন করেন তারা। ফলে বন্ধ রয়েছে উৎপাদন। ঘটনাস্থলে সেনাবাহিনী ও শিল্প পুলিশ রয়েছে।
শ্রমিকদের দাবিসমূহ হলো-
১) রাত ৭টা পর্যন্ত ডিউটি হলে টিফিন বিল ৫০ টাকা দিতে হবে।
২) রাত ১০টা পর্যন্ত ডিউটি হলে নাইট বিল ১০০ টাকা দিতে হবে। 
৩) হাজিরা বোনাস ১০০০ টাকা করতে হবে।
৪) শুক্রবার জেনারেল ডিউটি করানো যাবে না।
৫) বাৎসরিক ছুটির টাকা প্রতি ১ বছর পূর্ণ হলে দিতে হবে।
৬) গর্ভবতী শ্রমিকদের সব সুযোগ সুবিধা দিতে হবে।
৭) ওভার টাইম কাটা যাবে না।
৮) প্রতি মাসে ৫-৭ তারিখের মধ্যে বেতন প্রদান করতে হবে।
৯) ফিনিশিং ম্যানেজার আজিজ, কমপ্লায়েন্স ম্যানেজার -ইমরান, অ্যাডমিন ম্যানেজার জিয়াকে বরখাস্ত করতে হবে।
১০) সরকারি সব ছুটি প্রদান করতে হবে।
১১) প্রতি মাসে ৩-৫ তারিখের মধ্যে বেতনের পে স্লিপ দিতে হবে।
১২) ঈদের ছুটির জন্য জেনারেল খাটানো যাবে না। সর্বনিম্ন ১০-১২ দিন ছুটি দিতে হবে।
১৩) আন্দোলন করা কোনো শ্রমিককে ছাটাই করা যাবে না।
১৪) রাত ৮টার পর অভার টাইম করানো যাবে না।
১৫) বুয়াদের হাজিরা বোনাস এবং ওভারটাইম দিতে হবে।
১৬) ছেলে-মেয়ে উভয়কে নিয়োগ দিতে হবে।
১৭) শ্রম আইন অনুযায়ী কারখানা চালাতে হবে তা না হলে কর্মবিরতি চলমান থাকবে।