ভাসানচর থেকে পালানো ৪৫ রোহিঙ্গা স্বর্ণদ্বীপে আটক
আটকদের মধ্যে ১৫ জন শিশু, বাকি ৩৫ জন নারী ও পুরুষ
প্রথম নিউজ, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালানো ৪৫ রোহিঙ্গাকে স্বর্ণদ্বীপে আটক করা হয়েছে। তাদের আবার ভাসানচরেই ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আটকদের মধ্যে ১৫ জন শিশু, বাকি ৩৫ জন নারী ও পুরুষ।
মঙ্গলবার রোহিঙ্গাদের স্বর্ণদ্বীপে দেখতে পেয়ে স্থানীয়রা আটক করে এবং পরে পুলিশকে জানায়। আজ বুধবার সকালে তাদের স্বর্ণদ্বীপ থেকে ভাসানচরে নিয়ে আসার কথা রয়েছে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘স্বর্ণদ্বীপ সম্পূর্ণ সেনাবাহিনী নিয়ন্ত্রিত। এ কারণে আটক রোহিঙ্গাদের ফিরিয়ে আনতে কিছু আইনি প্রক্রিয়া শেষ করতে হচ্ছে। তাদের আবার ভাসানচরে ফিরিয়ে নেওয়ার কাজ চলছে।’
নৌকার মাঝি রোহিঙ্গাদের ভাসানচরের ক্যাম্প থেকে নিয়ে কৌশলে স্বর্ণদ্বীপে নামিয়ে দিয়ে চলে যায় বলে জানায় পুলিশ।
ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, কোস্ট গার্ড হাতিয়ার একদল সদস্য আটক রোহিঙ্গাদের স্বর্ণদ্বীপ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য গিয়েছে। তবে তারা এখনো ফিরেনি।
রোহিঙ্গারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews