সৌদির মরুর বুকে বৃষ্টি, স্কুল চলবে অনলাইনে

কোনো কোনো এলাকায় শিলাবৃষ্টি ও তুষারপাতের আশঙ্কাও আছে।

সৌদির মরুর বুকে বৃষ্টি, স্কুল চলবে অনলাইনে
সৌদির মরুর বুকে বৃষ্টি, স্কুল চলবে অনলাইনে

প্রথম নিউজ, ডেস্ক : সৌদি আরবের মরুর বুকে কয়েক দিন ধরে ঝরছে বৃষ্টি। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি ঝরবে বলে গতকাল রোববার সৌদি আরবের আবহাওয়া অফিস জানিয়েছে। কোনো কোনো এলাকায় শিলাবৃষ্টি ও তুষারপাতের আশঙ্কাও আছে। এদিকে বৃষ্টি হওয়ার কারণে সরাসরি না হয়ে স্কুল চলবে অনলাইনে। সৌদি গেজেটের বরাত দিয়ে খালিজ টাইমসের খবরে এ কথা বলা হয়েছে। সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) রোববার জানিয়েছে যে মঙ্গলবার পর্যন্ত দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাত হবে। মক্কা, মদিনা, আল জুফ, তাবুক, হেইল, আল কাসিম, আল শারকিয়া, রিয়াদ ও আল বাহাতে বৃষ্টি হবে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এসব এলাকায়। মুষলধারে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে।

এ ছাড়া আল লজ (জাবাল আল লজ), আলকান এবং আল দাহার পর্বতসহ তাবুক অঞ্চলে তুষারপাতের আশঙ্কা আছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। জেদ্দা কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে। স্কুলের শিক্ষার্থীদের ক্লাস হবে অনলাইনে ‘মাদ্রাসাটি প্ল্যাটফর্মে’। এ অনলাইন ক্লাসে সবাইকে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom