সদ্যোজাত কন্যাকে হেলিকপ্টারে করে বাড়ি নিয়ে এলেন বাবা

 সদ্যোজাত কন্যাকে হেলিকপ্টারে করে বাড়ি নিয়ে এলেন বাবা
সদ্যোজাত কন্যাকে হেলিকপ্টারে করে বাড়ি নিয়ে এলেন বাবা-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : কন্যা সন্তানের জন্ম হলে অনেকের মন খারাপ হয়ে যায়। বিপরীত চিত্রও কিন্তু আছে। তেমনটিই দেখা গেল ভারতের পুনেতে। কন্যা সন্তান হওয়ার আনন্দে সদ্যোজাত ও তার মাকে হেলিকপ্টারে করে গ্রামে নিয়ে এলেন বাবা।

বিশাল জারেকার নামে এক ব্যক্তি বোশারি থেকে তার গ্রামের বাড়ি পুনের শেলগাঁওয়ে হেলিকপ্টারে চাপিয়ে নিয়ে যান কন্যা সন্তানকে। মাত্র ২৫ কিলোমিটার দূরত্ব পেরতে হেলিকপ্টারে সময় লাগে ২০ মিনিট। এজন্য গ্রামের মাঠে অস্থায়ী হেলিপ্যাডও তৈরি করা হয়েছিল।

এভাবে হেলিকপ্টারে চাপিয়ে সদ্যোজাত কন্যাকে গ্রামে নিয়ে আসা দেখতে গ্রামের বাসিন্দারা জড়ো হন অস্থায়ী হেলিপ্যাডের চারদিকে। গত জানুয়ারিতে জন্ম হয়েছিল ওই কন্যার। এরপর এতদিন মামার বাড়িতেই ছিল ছোট্ট শিশুটি। এরপর তাকে বাড়ি আনতে এ এলাহি আয়োজন।

জারেকর বলেন, ‘অনেকে এখনও কন্যা সন্তানকে অভিশাপ বলে মনে করেন। আমি তাদের বোঝাতে চাই মেয়েরা মূল্যবান। সে কারণেই তাকে এভাবে রাজকীয়ভাবে স্বাগত জানালাম।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom