টোকিওতে ট্রেনে আগুন , আহত ১৫, ছুরিসহ গ্রেপ্তার
জাপানের রাজধানী টোকিওর একটি ট্রেনে আগুন লেগে অন্তত ১৫ জন আহত হয়েছেন

প্রথম নিউজ, ডেস্ক: জাপানের রাজধানী টোকিওর একটি ট্রেনে আগুন লেগে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রেক্ষিতে ছুরিসহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাপানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএইচকে জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যাক্তি এক ধরণের তরল ট্রেনের মধ্যে ঢেলে দেন এবং পরে তাতে আগুন ধরিয়ে দেন। রোববার সন্ধ্যা ৮ টার দিকে এই ঘটনা ঘটে। চফু নামক স্থানে চলমান ট্রেনে এই আগুন লাগার ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া হামলাকারীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে বলে জানানো হয়েছে।
পুলিশ প্রথমে ধারণা করেছিল, ট্রেনে হাইড্রোক্লোরিক এসিড ফেলা হয়েছে। পড়ে এ নিয়ে তদন্ত হলে নিশ্চিত হওয়া যায় এসিড ব্যবহার করে আগুন জ্বালানো হয়নি। তবে তরলটির পরিচয় এখনো জানা যায়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: