স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

রাজবাড়ীর সদর উপজেলায় বিউটি বেগম (৩০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে

 স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ
 স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রথম নিউজ, রাজবাড়ী : রাজবাড়ীর সদর উপজেলায় বিউটি বেগম (৩০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে নিহতের স্বামী আব্দুল লতিফ কাজী পলাতক রয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা বানিবহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিউটির মামাতো ভাই শাহিন মন্ডল বলেন, ১২ বছর আগে বিউটি বেগমের সঙ্গে বার্থা বানিবহ গ্রামের মতিয়ার কাজীর ছেলে আব্দুল লতিফ কাজীর বিয়ে হয়। তাদের ঘরে এক মেয়ে (১১) ও এক ছেলে (৪) রয়েছে। গত ২-৩ বছর ধরে লতিফের সঙ্গে প্রায়ই বিউটির পারিবারিক কলহ চলছিল। গতকাল বুধবার লতিফ বাইরে থেকে বাড়িতে আসার পর বিউটির সঙ্গে একটি বিষয় নিয়ে কথাকাটি হয়। এর একপর্যায়ে লতিফ বিউটিকে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই বিউটি মারা যান।

রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে লতিফ তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে বলে জানা গেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে লতিফ কাজী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। পাশাপাশি হত্যার প্রকৃত রহস্য উদঘাটনেও কাজ করছে পুলিশ।