সাতক্ষীরায় বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর
আজ রোববার (২৩ জুলাই) বেলা সাড়ে ১২টায় তাকে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে হাজির করা হয়। এসময় তিনি জামিন প্রার্থনা করলে বিচারক জিয়ারুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রথম নিউজ, সাতক্ষীরা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের জামিন নামঞ্জুর করেছেন সাতক্ষীরা আদালত। তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (২৩ জুলাই) বেলা সাড়ে ১২টায় তাকে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে হাজির করা হয়। এসময় তিনি জামিন প্রার্থনা করলে বিচারক জিয়ারুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, চলতি বছরের ২৫ মে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট সাইদুজ্জামান জিকো বাদী হয়ে সাতক্ষীরা আমলী আদালত-১ এ মামলাটি দায়ের করেন। মামলায় সাতক্ষীরা জজ কোর্টের পিপি আব্দুল লতিফসহ ১১ জনকে সাক্ষী করা হয়েছে।
মামলার বাদী সাইদুজ্জামান জিকো জানান, চলতি মাসের ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির এক সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ বক্তব্য প্রদানকালে প্রকাশ্যে ‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার তাই করা হবে ইনশাআল্লাহ' বলে হুমকি দেন। একই সঙ্গে ওই সমাবেশে শেখ হাসিনাকে মেরে ফেলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার হুমকি দেওয়া হয়। বিষয়টি নিয়ে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হওয়ায় সাতক্ষীরা আমলী আদালত-১ এ মামলা দায়ের করি। আদালত মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারকে এফ.আই.আর হিসাবে রেকর্ড করতে আদেশ দেয়। সেই মামলা জামিন নিতে বিএনপি নেতা চাঁদ সাতক্ষীরা আদালতে শরণাপন্ন হয়। বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সাতক্ষীরা জজ কোর্টের পিপি আব্দুল লতিফ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানকারী রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আমলী আদালত-১ মামলা দায়ের করা হয়। মামলাটি আদালত সাতক্ষীরা সদর থানার এফ.আই.আর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেয়। পরবর্তীতে মামলাটি রেকর্ড হয়। অন্য মামলায় আসামি জেলে থাকায় তার বিরুদ্ধে "প্রোডাকশন ওয়ারেন্ট" জারি করা হয়। আজ শুনানি শেষে তার বিরুদ্ধে কাস্টডি ওয়ারেন্ট জারি করে জেলহাজতে পাঠানো হয়েছে।