গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে যুবকের ফাঁসি

আজ বৃহস্পতিবার আসামি আতোয়ার রহমান (৪০) উপস্থিতে গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে যুবকের ফাঁসি
আতোয়ার রহমান

প্রথম নিউজ,গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী আতোয়ার রহমানের (৪০)  ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার আসামি আতোয়ার রহমান (৪০) উপস্থিতে গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত আসামি আতোয়ারের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার সতীরজান গ্রামের মৃত রিয়াজল আকন্দের ছেলে।  রাষ্ট্র পক্ষের আইনজীবী ফারুক আহমেদ রায় প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত আসামিকে মৃত্যু পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করার আদেশ দিয়েছেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয় , প্রায় ১৬ থেকে ১৭ বছর আগে সুতিরজান গ্রামের আতোয়ার রহমান এর সঙ্গে আনোয়ারা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তিনি স্ত্রীর উপর নির্যাতন চালাতে থাকেন।  ২০১৯ সালের ৭ জানুয়ারি সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ি গ্রামের আনোয়ারা বেগম (৩৫) কে তার স্বামী আতোয়ার রহমান যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এক পর্যায়ে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির উঠানে ফেলে রাখে। পরদিন পুলিশ লাশ উদ্ধার করে। 

এ ঘটনায় নিহত আনোয়ারার ভাই মহির উদ্দিন বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আতোয়ারের বিরুদ্ধে এ রায় প্রদান করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন সৈয়দ শামসুল আলম, নিরঞ্জন কুমার ঘোষ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom