সাতক্ষীরা সীমান্তে দেশি-বিদেশি পিস্তলসহ আটক ১

আজ শনিবার সকালে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সাতক্ষীরা সীমান্তে দেশি-বিদেশি পিস্তলসহ আটক ১

প্রথম নিউজ, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে দুটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ বদরুজ্জামান (৩৪) নামের একজন অস্ত্র কারবারিকে আটক করেছে বিজিবি। আজ শনিবার সকালে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জব্দকৃত দুটি পিস্তলের মধ্যে একটি দেশি ও একটি বিদেশি।

বদরুজ্জামান কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালী গ্রামের দবির উদ্দীনের ছেলে।  সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজিবি জানায়, কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩ সাব পিলার ৩ এর ৯ আরবি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে কয়েকজন চোরাচালানি ও অস্ত্র ব্যবসায়ী অবস্থানের সংবাদ পেয়ে কমান্ডার নায়েক আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির টহলদল এই অভিযান চালায়। এ সময় সেখান থেকে দেশি ও বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ বদরুজ্জামানকে আটক করা হয়। জব্দকৃত অস্ত্র দুটির বাজার মূল্য লাখ টাকার উর্ধ্বে। 

লে. কর্ণেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক অস্ত্র কারবারির বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom