ক্ষমতায় গেলে বন্যা নিয়ন্ত্রণে উদ্যোগ নেবে বিএনপি: গয়েশ্বর
এই সরকার হচ্ছে মুদ্রা পাচার, নারী পাচার, লুটপাটকারীদের জন্য সরকার। তাই, জনগণের দল হিসেবে বিএনপি আপনাদের পাশে আছে এবং থাকবে।
প্রথম নিউজ, সিলেট: ক্ষমতায় গেলে স্থায়ীভাবে সিলেট অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে বিএনপি কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, এই অঞ্চলের বন্যা মোকাবেলা বা যাতে ভবিষ্যতে এই অঞ্চলের মানুষতে এই ধরনের ভয়াবহ বন্যা মোকাবেলা করতে না হয় তার জন্য স্থায়ী সমাধাণ করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। অর্থাৎ নদীর উৎস মূখ থেকে ভাটি অঞ্চল পর্যন্ত যাতে পানির প্রবাহ ঠিক রাখতে নদী ও খাল খনন করতে হবে এবং কোথাও কোথাও টেকসই বাঁধ নির্মাণ করতে হবে; যাতে বিশাল এলাকা তলিয়ে না যায়। আমি আশা করি, আগামীতে জনগণের সরকার ক্ষমতায় গেলে অর্থাৎ বিএনপি ক্ষমতায় গেলে এই অঞ্চলের বন্যা মোকাবেলা স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেবে।
আজ শনিবার বাংলাদেশ নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বন্যাকবলিত সুনামগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের লালপুর বাজারে বন্যাদুর্গতদের নারী ও শিশুদের আর্থিক সহায়তা তুলে দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
নারী ও শিশুদের মাঝে অর্থ সহায়তা তুলে দেওয়ার আগে আরো বক্তব্য রাখেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, সদস্য সাবেক এমপি বিলকিস ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, কলিম উদ্দিন আহমেদ মিলন, আসিফ আলতাফ, জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল লতিফসহ স্থানীয় নেতারা।
সংক্ষিপ্ত বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি। কারণ, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশুরা। আমরা আগামী সোমবার পর্যন্ত সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন এলাকায় আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের অর্থ সহায়তা দেব।
দেশের ৪০ শতাংশ মানুষ আজ পানিবন্দি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তাদের পাশে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেই। আসলে এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার হচ্ছে মুদ্রা পাচার, নারী পাচার, লুটপাটকারীদের জন্য সরকার। তাই, জনগণের দল হিসেবে বিএনপি আপনাদের পাশে আছে এবং থাকবে।
সুনামগঞ্জবাসাীর উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী, আর আপনারা পানিবন্দি। জনগনের নেত্রী যখন বন্দী থাকেন, তখন আপনাদের এই দুঃখ দুরদশা দেখার মতো সরকার দেশে থাকবে না সেটাই স্বাভাবিক।
সরকারের মামলা হামলা, গুম, খুনসহ নানা নির্যাতনের কারণে বিএনপি নেতাকর্মীরাও আজ দুঃস্থ বলে মন্তব্য করেন গয়েশ্বর। তিনি বলেন, আজ আপনারাও দুঃস্থ আমরাও দুঃস্থ। এ কারণে আপনাদের মর্ম বেদনা আমরা বুঝি। আপনাদের চোখের কান্নাও আমরা বুঝি। সেজন্য বলব, আর নয় কান্না। এবার আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের সকল অন্যায় অত্যাচারের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। লুটপাটকারী সরকারকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। আগামী দিনে আপনাদের পছন্দ মতো নির্বাচিত সরকার গঠন করবেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews