সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির আবদুল খালেক গ্রেপ্তার
আজ শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে জেলার সদর উপজেলার আগড়দাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রথম নিউজ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মুহাদ্দিস আবদুল খালেককে নাশকতার অভিযোগে করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে জেলার সদর উপজেলার আগড়দাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, আবদুল খালেক বর্তমানে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। পাশাপাশি দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগে ৪২টি মামলা রয়েছে।
শুক্রবার স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে বেলা সোয়া দুইটার দিকে ঈদগাহের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন আবদুল খালেক। এ সময় একদল পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, ১ আগস্ট সকাল সাতটার দিকে জামায়াতে ইসলামীর সদস্যরা পূর্বপরিকল্পিতভাবে সাতক্ষীরা শহরের আমতলা এলাকায় বিক্ষোভ মিছিল করে নারকেলতলা এলাকায় সরকারি বীজভবনে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩২ জনকে আটক করে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন বাদী হয়ে আটক ৩২ জনসহ ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আবদুল খালেক ৩৬ নম্বর আসামি।
ওই পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল খালেক জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ৪২টি নাশকতার মামলা রয়েছে। তবে অধিকাংশ মামলায় তিনি জামিনে রয়েছেন।