সীতাকুণ্ডে ২ আসামি গ্রেপ্তার

প্রথম নিউজ, মুন্সীগঞ্জ: চট্টগ্রামের সীতাকুণ্ড থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে জামিনে থাকায় আটকের পর পুলিশ যুবদল নেতা রাজুকে ছেড়ে দিয়েছে। জানা গেছে, সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. শামীউর রহমান ও এসআই মো. সাজিব হোসেন সোমবার রাতে ১০ নং সলিমপুর ইউনিয়নের ইনাম নগরে ৭নং ওয়ার্ডের খরাতী মেম্বারের ছেলে পরোয়ানাভুক্ত আসামি নুরউদ্দিন (৩৫) এবং একই এলাকার মোহাম্মদ লেদু মিয়ার ছেলে মো. রুবেল (৩২)কে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করেছেন বলে জানান সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ। অন্যদিকে সোমবার রাত আটটার দিকে সীতাকুণ্ড উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রাজুকে তার বাড়ি থেকে পুলিশ আটক করে থানায় নিয়ে যাওয়ার পর রাজু মামলায় জামিনে থাকায় পুলিশ তাকে থানা থেকে ছেড়ে দিয়েছে বলে জানান ওসি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews