সাত পাকে বাঁধা পড়লেন রাঘব-পরিণীতি

সাত পাকে বাঁধা পড়লেন রাঘব-পরিণীতি

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: এ বছরের মে মাসে বাগদান হয়েছিল বলিউড নায়িকা পরিণীতি চোপড়া ও ভারতীয় সংসদ সদস্য রাঘব চাড্ডার। রবিবার (২৪ সেপ্টেম্বর) রাজস্থানের উদয়পুরে সাত পাকে বাঁধা পড়লেন অর্থাৎ বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডা।

বিয়ের অনু্ষ্ঠান দেখার জন্য চার মাসের অপেক্ষায় করেছিলেন পরিণীতির ভক্ত-অনুরাগীরা। অবশেষে আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডার সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন পরিণীতি চোপড়া।

রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে চার হাত এক হল রাঘব ও পরিণীতির। বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মালহোত্রের পরিকল্পিত পোশাক পরে রাঘবের সঙ্গে সাত পাক ঘুরলেন অভিনেত্রী।

গোধূলিবেলায় ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র ‘কবীরা’ গানে বিদায় হলো নববধূ পরিণীতির। উদয়পুরে বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল একটি ‘ওয়েলকাম লাঞ্চ’-এর মাধ্যমে। তারপরে গায়েহলুদ, সংগীত ও মেহেদি অনুষ্ঠান। রাঘব ও পরিণীতির সংগীতের অনুষ্ঠানে পারফর্ম করেন নামজাদা গায়ক নবরাজ হংস।

সংগীতের অনুষ্ঠানের জন্য নব্বইয়ের দশকের নস্টালজিয়া জড়ানো থিম পার্টির আয়োজন করেছিলেন হবু দম্পতি। সেই পার্টিতেই ছিল ম্যাগি ও ক্যান্ডি ফ্লসের কাউন্টারও। আমন্ত্রিত অতিথিদের জন্য উপহারে ছিল গানের ক্যাসেট।

সেই ক্যাসেটের প্লেলিস্ট নাকি তৈরি করেছিলেন পরিণীতি নিজে। অন্য দিকে রাজনীতিক পাত্রের তরফে বরযাত্রীর দলে অংশ নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত সিংহ মানের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরেও। রাজনীতিকদের ভিড়ে বলিউডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পোশাকশিল্পী মণীশ মালহোত্র। প্রিয় বন্ধু পরিণীতির বিয়েতে হাজির হয়েছিলেন টেনিস তারকা সানিয়া মির্জাও।

উদয়পুরের তাজ লীলা প্যালেসে বসেছিল রাঘব ও পরিণীতির বিয়ের আসর। লেক প্যালেস থেকে নৌকোয় চড়ে পরিণীতিকে বিয়ে করতে আসেন রাঘব। সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে বরযাত্রীর সেই ছবি। বিয়ের পরে সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ তাজ লীলা প্যালেসে নবদম্পতির রিসেপশন পার্টি। প্রিয় নায়িকা পরিণীর নতুন জীবনে প্রবেশের জন্য ভক্ত-অনুরাগীরা ভীষণ আনন্দিত। তাকে সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।