স্টেশনারি দোকানে জাল সনদ বিক্রি
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর রূপনগর এলাকা থেকে জাল সনদ তৈরির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৪। রবিবার (২১ নভেম্বর) মো. আবুল হাশেম (৩২) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি চাঁদপুরে।
আজ সোমবার সকালে র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।
মাজহারুল ইসলাম বলেন, ‘রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপনগর এলাকা থেকে আবুল হাশেমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩টি জাল সনদ, একটি সিপিইউ, একটি পেনড্রাইভ, ৪টি মোবাইল ফোন ও নগদ ২২ হাজার ৭০৫ টাকা উদ্ধার করা হয়েছে।’
জিজ্ঞাসাবাদে হাশেম জানায়, সে দীর্ঘদিন ধরে রূপনগরে কম্পিউটার ও স্টেশনারির দোকান দিয়ে ব্যবসা করছে। সে বিভিন্ন পাবলিক পরীক্ষার সনদপত্র জাল করে ছাপিয়ে তা বিভিন্ন লোকজনের কাছে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে আসছিল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: