সচিবালয়ের আগুন সম্পূর্ণ নেভাতে লাগলো ১০ ঘণ্টা

 সচিবালয়ের আগুন সম্পূর্ণ নেভাতে লাগলো ১০ ঘণ্টা

প্রথম নিউজ, ঢাকা : বুধবার দিনগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে ভয়াবহ আগুন লাগে। ৬ ঘণ্টা পর আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে এর পরও ভবনের কিছু জায়গায় আগুনের অস্তিত্ব ছিল। আরও প্রায় ৪ ঘণ্টার চেষ্টায়, বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ভবনটির সম্পূর্ণ আগুন নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান।

তিনি জানান, সকাল ৮টা ৫ মিনিটে ১৯ ইউনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে সম্পূর্ণ আগুন নির্বাপণ করা হয়।

এদিকে আগুন লাগা ৭ নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা ভবনের সামনে অবস্থান করছেন। তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ৭ নম্বর ভবনের ৬ তলা থেকে নয়তলা পর্যন্ত ফ্লোরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ফ্লোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অফিস রয়েছে।