সিএনজিচালককে কুপিয়ে হত্যা, ১২ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতার ফরিদ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাদেকল মাওনা এলাকার আমির হোসেনের ছেলে।
প্রথম নিউজ,ময়মনসিংহ: ডাকাতির সময় সিএনজিচালককে কুপিয়ে হত্যার ঘটনায় শেখ ফরিদ (৩৫) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। তিনি ১২ বছর পালিয়ে ছিলেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতার ফরিদ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাদেকল মাওনা এলাকার আমির হোসেনের ছেলে। সোমবার (৩০ জুন) দুপুরে দিকে র্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে রোববার (১৯ জুন) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪’র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে ডাকাতির সময় চালক শহিদুল ইসলামকে কুপিয়ে হত্যা করে সিএনজি নিয়ে যায় শেখ ফরিদসহ অন্য ডাকাতরা। ঘটনার পরদিন নিহতের ভাই বাবু মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে গুলশান থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় ২০০৭ সালে শেখ ফরিদকে গ্রেফতার করে পুলিশ। পরে ২০১০ সালে জামিনে বের হয়ে আত্মগোপন করেন তিনি।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, এর মধ্যে শেখ ফরিদকে যাবজ্জীবন সাজা দেন আদালত। দীর্ঘ ১২ বছর পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪। তাদকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews